সিপিটিইউ (CPTU: Central Procurement Technical Unit)
সিপিটিইউ বা সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট হল বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি স্থায়ী সরকারী সংস্থা যার মাধ্যমে মূলতঃ সরকারের ক্রয় ব্যবস্থাপনা পরিচালনা হয়ে থাকে। বিশ্বব্যাংকের একটি সমীক্ষার পর্যবেক্ষণের ভিত্তিতে ১৯৯৮ সালে সরকারি ক্রয়ে সংস্কার সাধনের লক্ষ্যে সূচিত কার্যক্রমের ধারাবাহিকতায় সরকারি ক্রয় আইন ২০০৬ (PPA-06) এর ৬৭ ধারায় বর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে ২০০২ সালের এপ্রিল মাসে সিপিটিইউ প্রতিষ্ঠিত হয়েছে।
সরকারি ক্রয় আইন ২০০৬ (PPA-06) এবং সরকারি ক্রয় বিধিমালা ২০০৮ (PPR-08) এর আওতায় সরকারি ক্রয় ব্যবস্থাপনার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, ক্রয় পরিবীক্ষণ ও ডিজিটাইশন তথা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বাস্তবায়ন সিপিটিইউ’র দায়িত্ব।
সিপিটিইউ এর প্রধান হচ্ছেন মহাপরিচালক। বর্তমানে মহাপরিচালক হিসেবে গত ১ মার্চ ২০২০ তারিখ হতে এই পদে আছেন মো: শোহেলের রহমান চৌধুরী।
সিপিটিইউ তার অধীনস্থ সকল কর্মকর্তা, কর্মচারী মহাপরিচালকের নেতৃত্বে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করে থাকে।
সিপিটিইউ এর ভিশন: টেকশই উন্নয়নের লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (ADP) সফল বাস্তবায়ন।
সিপিটিইউ এর মিশন (Mission): প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পরিবীক্ষন, সমাপ্ত প্রকল্পের গুনগত মূল্যায়ন এবং গণখাতে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর সহায়তা প্রদান।
যোগাযোগের ঠিকানাঃ
Central Procurement Technical Unit (CPTU)
Implementation Monitoring & Evaluation Division (IMED)
Ministry of Planning
CPTU Bhaban, Planning Commission Campus
Sher-e-Bangla Nagar, Dhaka-1207, Bangladesh
Phone: +88 02 48119400-1, Fax: +88 02 9180968
E-Mail: info@cptu.gov.bd, cptudg@cptu.gov.bd
2 thoughts on “সিপিটিইউ (CPTU) কি ?”
I Want to train E-GP system for Tender Procurement. How can I train?
প্রকিউরমেন্টবিডি.কম সাইটেই অনলাইন বা অফলাইন টেন্ডারিং সংক্রান্ত অনেক প্রশিক্ষন মডিউল আছে। নিজে নিজেই অনেক কিছু শিখতে পারবেন। তারপরও, কোন সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে বা কোন বিষয় আলাদা ভাবে জানতে চাইলে procurementbd.com এ ই-মেইল করতে পারেন।