পিপিআর ২০০৮ এর খসড়া সংশোধনী প্রকাশ
সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০০৮ সংশোধনের লক্ষ্যে একটি খসড়া সংশোধনী প্রকাশ করা হয়েছে। এই খসড়া সংশোধনীর উপর আগামী ১৮ আগষ্ট ২০২৫ইং তারিখ পর্যন্ত মতামত দেয়া যাবে।
পিপিআর-০৮ এর প্রস্তাবিত খসড়া সংশোধনী দেখতে ক্লিক করুন।
উল্লেখ্য যে, ৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী পিপিআর ২০০৮ সংশোধনের প্রয়োজন রয়েছে।
আরও দেখুনঃ সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫
এই সংশোধনী জারীর বিষয়ে পাবলিক প্রকিউরমেন্ট অংশীজন বা Stakeholders সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও দেখুনঃ অধ্যাদেশ জারীর পরও পাবলিক প্রকিউরমেন্ট সংস্কার আটকে আছে কেন !
বর্তমান পিপিআর ২০০৮-এ মোট ১৩০টি বিধি রয়েছে এবং তার মধ্যে খসড়ায় মোট ৮৮টি বিধিতে সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত মূল সংশোধনগুলোর মধ্যে রয়েছেঃ
- ওপেন টেন্ডারিং পদ্ধতিতে (OTM) জাতীয় কার্যাদেশের জন্য ১০% মূল্যসীমা বাতিল,
- ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) ব্যবস্থার বাধ্যতামূলক ব্যবহার,
- চুক্তিপ্রাপ্ত ঠিকাদার বা সরবরাহকারীর মালিকানা তথ্য প্রকাশ,
- ‘ফিজিক্যাল সার্ভিস’কে আলাদা ক্রয় শ্রেণি হিসেবে অন্তর্ভুক্তি,
- সাধারণ কাজ ও পরামর্শক সেবা ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় আনা,
- প্রকল্পের জন্য ক্রয় কৌশলের আলোকে বিস্তারিত ক্রয় পরিকল্পনা প্রণয়ন,
- রিভার্স অকশন পদ্ধতি প্রবর্তন এবং
- টেকসই সরকারি ক্রয় (SPP)-এর আইনগত স্বীকৃতি, ইত্যাদি।
উল্লেখ্য, পিপিআর ২০০৮-এ ইতোমধ্যে ৭ বার সংশোধনী আনা হয়েছে। এবার উক্ত খসড়ায় বড় পরিসরে সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যা বিভিন্ন পরামর্শ, অভিজ্ঞতা ও বাস্তব চর্চার আলোকে প্রণয়ন করা হয়েছে মর্মে জানা গিয়েছে।
তারই আলোকে বিপিপিএ-এর ওয়েবসাইটে পিপিআর ২০০৮ এর খসড়া সংশোধনী প্রকাশ করা হয়েছে।
বিপিপিএ’র তত্ত্বাবধানে এ বিষয়ে National Trainers, আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি এবং দরপত্রদাতাদের সঙ্গে আরও পরামর্শমূলক কর্মশালা ১১ আগস্ট ২০২৫ এর মধ্যে আয়োজনের করা হবে মর্মে জানা গিয়েছে। সবার মতামত গ্রহন শেষে এই পিপিআর ২০০৮-এর ৮ম সংশোধনী চুড়ান্ত করা হবে বলে আশা করা যাচ্ছে।
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর