বিপিপিএ তে অনুষ্ঠিত হলো ই-অডিট কর্মশালা

সরকারি ক্রয় প্রক্রিয়ার অনিয়ম রোধে সঠিক নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। এ জন্য নিরীক্ষা কর্মকর্তাদের সরকারি ক্রয় আইন ও বিধিমালা সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা অপরিহার্য।
সরকারি ক্রয় প্রক্রিয়ায় প্রি-অডিট চালুর দাবি এবং অডিট কর্মকর্তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার জোরালো আহ্বানের মধ্য দিয়ে গত ২৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো “সরকারি ক্রয়, ই-জিপি ও ই-অডিট” শীর্ষক কর্মশালা। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) কর্তৃক আয়োজিত বিপিপিএ এর সম্মেলন কক্ষে এই কর্মশালায় বিসিএস নিরীক্ষা এবং হিসাব ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সরকারি ক্রয় নিরীক্ষার উন্নয়নে ই-অডিট ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
বর্তমানে বিপিপিএ এর e-GP একটি পূর্ণাঙ্গ অনলাইন সিস্টেমে পরিণত হয়েছে, যেখানে ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-CMS) যুক্ত করা হয়েছে। এই সিস্টেমটিতে ই-অডিট মডিউল, টেন্ডারার্স ডেটাবেস এবং আন্তর্জাতিক দরপত্র মডিউল সংযোজনের মাধ্যমে তা আরও কার্যকর হয়েছে। এছাড়া, ই-জিপি iBAS++ ও জাতীয় পরিচয়পত্র সিস্টেমের সাথেও আন্তঃসংযুক্ত। নিরীক্ষা কর্মকর্তারা ই-জিপির মাধ্যমে ই-অডিটের সুবিধা ব্যবহার করে অনলাইনে নিরীক্ষা করতে পারবেন, ফলে তাদের ক্রয়কারীর অফিসে যেতে হবে না এবং অগুনিত কাগজপত্র সংরক্ষন করতে হবে না।
নিরীক্ষকরা সরকারি অর্থের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাজেই, যোগ্য ও প্রশিক্ষিত অডিটর ছাড়া সরকারি ক্রয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়।
পূর্ণাঙ্গ প্রতিবেদনটি দেখতে ক্লিক করুনঃ সঠিক নিরীক্ষা সরকারি ক্রয় পরিবেশ উন্নত করতে পারে: ই-অডিট ব্যবহারের ওপর গুরুত্বারোপ

এই লেখকের অন্যান্য লেখা

সরকারি ক্রয়ে সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়ন
একটা সময় ছিল যখন দরপত্র বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকাগুলোর একটি বড় অংশ জুড়ে থাকত। ছাত্রজীবনে আমি নিয়মিত পত্রিকা পড়তাম, কিন্তু দরপত্র