চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন করার প্রয়োজন হতে পারে। চুক্তি ভেরিয়েশন সরকারি ক্রয়ে একটি স্বাভাবিক ঘটনা।
এখন, চুক্তি ভেরিয়েশনে ক্রয়কারি, প্রকিউরমেন্ট কনসালটেন্ট, ঠিকাদার, ইত্যাদি নিয়োজিত সবারই প্রয়োজনীয় করণীয় জানা আবশ্যক। না হলে নানা রকম প্রশাসনিক সমস্যা ছাড়াও অডিট অবজেকশনের মুখে পরতে পারেন।
বড় বড় চুক্তির ক্ষেত্রে এই চুক্তি Variation প্রক্রিয়া আরও জটিল। অনেক সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, HOPE, মন্ত্রণালয়, এমনকি CCGP এর অনুমোদনও প্রয়োজন হতে পারে।
আজকে আমরা দেখবো, দরপত্রটি CCGP তে অনুমোদন হয়েছিল এরকম ১টি Works Contract (কার্য চুক্তি) এ ভেরিয়েশনে Non-Tender আইটেম থাকলে কি করণীয় ? চুক্তি মূল্য না বাড়লে কি করণীয় ? কে অনুমোদন করবে ?
বিস্তারিত জানতে লগইন করুন।