Tender Create করা
APP প্রকাশ হয়ে যাবার পর দরপত্র দলিল প্রস্তুতির কাজ শুরু করা যায়। এখানে প্রথম কাজ হলো ই-জিপি সিস্টেমের জন্য একটি Tender Create করা। তখন APP এর মতো সিস্টেম হতে একটি Tender ID পাওয়া যাবে। এরপর বিজ্ঞপ্তি, দরপত্র দলিল, কমিটি সমূহ প্রস্তুত করে চূড়ান্ত করতে হয়। অতঃপর ই-জিপি সিস্টেমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সকলে তা দেখতে পারবে।
নিচে ধাপে ধাপে তা আলোচনা করা হলঃ
Tender Create করাঃ
APP প্রকাশ করার পরবর্তী কাজ হল দরপত্র দলিল প্রস্তুত করে তা ই-জিপি সিস্টেমে প্রকাশ করা। এজন্য প্রথমে APP অথবা Tender Tab থেকে প্রয়োজনীয় দরপত্র প্রস্তুত করা যায়।
APP menu থেকেঃ PE Login>APP>My APP>Select APP>Submit>Dashboard>Create Tender.
Tender menu থেকেঃ PE Login>Tender>Create Tender>Select Financial year> Select APP>Search APP> Select>Submit
Video Clip
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ
2 thoughts on “Tender Create করা”
good …..
Very Good.