APP প্রকাশ হয়ে যাবার পর দরপত্র দলিল প্রস্তুতির কাজ শুরু করা যায়। এখানে প্রথম কাজ হলো ই-জিপি সিস্টেমের জন্য একটি Tender Create করা। তখন APP এর মতো সিস্টেম হতে একটি Tender ID পাওয়া যাবে। এরপর বিজ্ঞপ্তি, দরপত্র দলিল, কমিটি সমূহ প্রস্তুত করে চূড়ান্ত করতে হয়। অতঃপর ই-জিপি সিস্টেমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সকলে তা দেখতে পারবে।
নিচে ধাপে ধাপে তা আলোচনা করা হলঃ
Tender Create করাঃ
APP প্রকাশ করার পরবর্তী কাজ হল দরপত্র দলিল প্রস্তুত করে তা ই-জিপি সিস্টেমে প্রকাশ করা। এজন্য প্রথমে APP অথবা Tender Tab থেকে প্রয়োজনীয় দরপত্র প্রস্তুত করা যায়।
APP menu থেকেঃ PE Login>APP>My APP>Select APP>Submit>Dashboard>Create Tender.
Tender menu থেকেঃ PE Login>Tender>Create Tender>Select Financial year> Select APP>Search APP> Select>Submit
Video Clip
2 thoughts on “Tender Create করা”
good …..
Very Good.