আন্তর্জাতিক ক্রয়ের দরপত্রের ক্ষেত্রে বিদেশি ফার্মগুলো তাদের লোকাল এজেন্ট (Local Agent) এর মাধ্যমে দরপত্র জমা দিতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় দাখিলকৃত দরপত্রের সাথে যে দরপত্র জামানত (Tender Security) জমা দেয়া হয়েছে তা স্থানীয় কোন ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এবং মূল বিদেশি ফার্মের পক্ষে তাদের লোকাল এজেন্ট কর্তৃক দাখিলকৃত।
টেন্ডার দাখিলের সময় এ ধরনের দরপত্র জামানত (Tender Security) পাওয়া গেলে দরপত্র মূল্যায়নে কি করবেন ?