ই-জিপিতে APP তৈরীর নতুন নিয়মঃ একই অর্থবছরে একটাই APP ID


একটি আইডির আওতায় কয়েকটি প্যাকেজ ইতিপূর্বে অনুমোদনে নেয়া থাকলে, সেক্ষেত্রে পুনরায় যদি আরও প্যাকেজ প্রস্তুত করতে হয় তখন “Add Package” থেকে করতে হবে।

তবে … একটা সমস্যা আছে মনে হচ্ছে।
নতুন সবগুলো প্যাকেজেই “Process file” অপশন থাকে। একটা পাঠালে দেখা যায় সবগুলোই HOPE/AO এর কাছে approval এর জন্য যায়। কিন্তু HOPE অনুমোদন করলেও শুধুমাত্র যে প্যাকেজটা থেকে “Process file” করে পাঠানো হয়েছিল সেটাই অনুমোদন হয়। একটা একটা করে আবার পাঠাতে হয়। আবার, Publish করলে একসাথেই সব প্যাকেজ অনলাইনে পাবলিশ হয়ে যায়।
এই লেখকের অন্যান্য লেখা

আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০২৬ জারীঃ সরকারি ক্রয় ও ব্যয় প্রক্রিয়ায় বড় পরিবর্তন
দীর্ঘ ১১ বছর পর সরকারি আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো পরিবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। ‘আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০১৫’ বাতিল

ই-জিপিতে Individual Consultant হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
বর্তমান প্রকিউরমেন্ট আইন ও বিধি অনুযায়ি সব ধরনের দরপত্র অনলাইনে করতে হবে। সে হিসেবে বাংলাদেশ সরকারের ইলেকট্রনিক সরকারি ক্রয় (e-GP)

ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য
বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পোর্টালে জাতীয় ব্যক্তিগত পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা এবং বার্ষিক নবায়ন

ইউরোপিয়ান ইউনিয়নের সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স লঃ প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা
আগে প্রকিউরমেন্ট বা কেনাকাটার মূল মন্ত্র ছিল – “সস্তায় এবং দ্রুততম সময়ে পণ্য আনা”। কিন্তু ২০২৪ সালের পরে এই সমীকরণটি
2 thoughts on “ই-জিপিতে APP তৈরীর নতুন নিয়মঃ একই অর্থবছরে একটাই APP ID”
অনুমোদিত (146930) ১টি আইডি’তে পরবর্তীতে ৬টি প্যাকেজের জন্য হোপ এর নিকট অনুমোদন চাওয়া হলে তা অনুমোদিত হয়। কিন্ত এপিপি ১টির বেশী পাবলিশ হয় না। বাকী ৫টি প্যাকেজের পাবলিশ করার নিয়ম কি? জানালে উপকৃত হতাম।
তবে … একটা সমস্যা আছে মনে হচ্ছে।
নতুন সবগুলো প্যাকেজেই “Process file” অপশন থাকে। একটা পাঠালে দেখা যায় সবগুলোই HOPE/AO এর কাছে approval এর জন্য যায়। কিন্তু HOPE অনুমোদন করলেও শুধুমাত্র যে প্যাকেজটা থেকে “Process file” করে পাঠানো হয়েছিল সেটাই অনুমোদন হয়। একটা একটা করে আবার পাঠাতে হয়।
আবার, Publish করলে একসাথেই সব প্যাকেজ অনলাইনে পাবলিশ হয়ে যায়।