ই-জিপিতে APP তৈরীর নতুন নিয়মঃ একই অর্থবছরে একটাই APP ID
একটি আইডির আওতায় কয়েকটি প্যাকেজ ইতিপূর্বে অনুমোদনে নেয়া থাকলে, সেক্ষেত্রে পুনরায় যদি আরও প্যাকেজ প্রস্তুত করতে হয় তখন “Add Package” থেকে করতে হবে।
তবে … একটা সমস্যা আছে মনে হচ্ছে।
নতুন সবগুলো প্যাকেজেই “Process file” অপশন থাকে। একটা পাঠালে দেখা যায় সবগুলোই HOPE/AO এর কাছে approval এর জন্য যায়। কিন্তু HOPE অনুমোদন করলেও শুধুমাত্র যে প্যাকেজটা থেকে “Process file” করে পাঠানো হয়েছিল সেটাই অনুমোদন হয়। একটা একটা করে আবার পাঠাতে হয়। আবার, Publish করলে একসাথেই সব প্যাকেজ অনলাইনে পাবলিশ হয়ে যায়।
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ
2 thoughts on “ই-জিপিতে APP তৈরীর নতুন নিয়মঃ একই অর্থবছরে একটাই APP ID”
অনুমোদিত (146930) ১টি আইডি’তে পরবর্তীতে ৬টি প্যাকেজের জন্য হোপ এর নিকট অনুমোদন চাওয়া হলে তা অনুমোদিত হয়। কিন্ত এপিপি ১টির বেশী পাবলিশ হয় না। বাকী ৫টি প্যাকেজের পাবলিশ করার নিয়ম কি? জানালে উপকৃত হতাম।
তবে … একটা সমস্যা আছে মনে হচ্ছে।
নতুন সবগুলো প্যাকেজেই “Process file” অপশন থাকে। একটা পাঠালে দেখা যায় সবগুলোই HOPE/AO এর কাছে approval এর জন্য যায়। কিন্তু HOPE অনুমোদন করলেও শুধুমাত্র যে প্যাকেজটা থেকে “Process file” করে পাঠানো হয়েছিল সেটাই অনুমোদন হয়। একটা একটা করে আবার পাঠাতে হয়।
আবার, Publish করলে একসাথেই সব প্যাকেজ অনলাইনে পাবলিশ হয়ে যায়।