ই-জিপিতে নিবন্ধিত নারী দরদাতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে ই-জিপিতে নিবন্ধিত নারী দরদাতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
১৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমে নিবন্ধিত নারী মালিকানাধীন দরদাতা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩৮৮টি। নবগঠিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
বর্তমানে ই-জিপিতে নিবন্ধিত মোট দরদাতার সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। নিবন্ধিত নারী মালীকানাধীন দরদাতা প্রতিষ্ঠানের সংখ্যা এখন ক্রমান্বয়ে বাড়ছে।
আরও দেখুনঃ সরকারি ক্রয়েও নারীর অংশগ্রহন গূরুত্বপূর্ণ
বিপিপিএ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইপ্লিমেন্টেশন মনিটরিং ও পাবলিক প্রকিউরমেন্ট (DIMAPPP) প্রকল্পের আওতায় “সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা” এর অংশ হিসেবে সে লক্ষ্যে কাজ চলছে।
সরকার সম্প্রতি টেকসই সরকারি ক্রয় নীতি জারি করেছে। যার আওতায় বিপিপিএ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দেশে টেকসই সরকারি ক্রয় বাস্তবায়ন করবে। এ নীতির আওতায় সরকারি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নেয়া হবে। নারী উদ্যোক্তা ও নারী দরদাতাদের অগ্রাধিকার প্রদানের বিষয়টিও বিবেচনায় নেয়া হচ্ছে মর্মে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি থেকে জানা গেছে।

এই লেখকের অন্যান্য লেখা

একটি মাত্র টেন্ডার দাখিল হলে কি চুক্তি করা যাবে ?
দরপত্র বা টেন্ডার আহবানের পর তা জমা দেয়ার জন্য নির্ধারিত সময় দেয়া থাকে। টেন্ডার বিজ্ঞপ্তি পত্রিকা, ওয়েবসাইট, ইত্যাদিতে বহুল প্রচারিত

Documents Required for Importing Goods into Bangladesh for Procurement purposes
International procurement can be a complex process, especially when navigating the regulatory requirements of a country like Bangladesh. Proper documentation

AMAZON এর ক্রয় প্রক্রিয়ায় বিপ্লব
আমাজন (Amazon) তাদের ক্রয় প্রক্রিয়ায় একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আমাজন শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করতে তার

Rated criteria
Rated criteria are used to evaluate the quality, sustainability, and innovativeness of the bids/ proposals. They have been used extensively