গত ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ (PPR-08) এ নতুন সংশোধনী জারি হয়েছে। উক্ত সংশোধনীতে পিপিআর-০৮ এর বিধি ৮৩ এর উপ-বিধি (১) এর দফা (ক) পরিবর্তন করে নতুন ভাবে প্রতিস্থাপিত হয়েছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
সরকারি ক্রয় প্রক্রিয়ার সময়সীমা ক্রয় আইন/বিধি অনুযায়ি সুনির্দিষ্ট। ক্রয়কারিকে ক্রয়ের বিভিন্ন ধাপে একটি ন্যুনতম সময় ধার্য্য রাখতেই হতো। এই সংশোধনীতে ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাস করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। ফলে জরুরী, বিপর্যয়কর, ইত্যাদি পরিস্থিতিতে ক্রয়ের ক্ষেত্রে এখন থেকে এই নির্ধারিত সময়সীমা হ্রাস করা যাবে।
পিপিআর-০৮ এর বিধি ৮৩ এর উপ-বিধি (১)(ক) এর বাতিলকৃত অংশ এবং প্রতিস্থাপিত অংশ দেখতে ক্লিক করুনঃ বিধি ৮৩ (১)(ক)
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুনঃ প্রজ্ঞাপন
ইতিপূর্বে পিপিআর-০৮ মোট ৫ বার সংশোধিত হয়েছে। ২০০৯ এ ১ম, ২০১১ এ ২য়, ২০১২ তে ৩য়, ২০১৬ এ ৪র্থ এবং ২০১৮ এ সর্বশেষ সংশোধন হয়েছিল। সে হিসেবে এই সংশোধনীটি ৬ষ্ঠ তম।
2 thoughts on “পিপিআর-০৮ (PPR-08) এর নতুন সংশোধনী জারী”
tkanks
ok