উন্নয়নমূলক কাজের প্রি-ওয়ার্ক এবং পোষ্ট-ওয়ার্ক ভিডিও করার সুপারিশ … …

Facebook
Twitter
LinkedIn
অবকাঠামো উন্নয়নমূলক কাজের প্রি-ওয়ার্ক এবং পোষ্ট-ওয়ার্ক পরিমাপের সময় ভিডিও করার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে সিপিটিইউ কর্তৃক একটি পরিপত্র জারী হয়েছে।

এক্ষেত্রে একই এঙ্গেলে চিত্র ধারন করতে হবে। চুক্তি দলিলের Particular Condition of Contract (PCC) এ জন্য বিশেষ শর্ত জুড়ে দেয়া যেতে পারে। ঠিকাদারকে বিল পরিশোধের সময় তা বিবেচনায় আসবে।
পুরো বিষয়টা সরকারি ক্রয় কাজের স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে বলে কর্তৃপক্ষ মনে করছে। এ জন্যেই এই অনুশাসন্ টি জারী করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করে রিকুয়েস্ট পাঠাতে পারেন (Mobile number সহ) …

এই লেখকের অন্যান্য লেখা

FAQ
“মাসিক ভিত্তিতে গাড়ী ভাড়া” দরপত্রে কোন STD ব্যবহার করবেন ?
সরকারি অফিসগুলোতে অফিসের জন্য মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। দরপত্র আহবানের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এই গাড়ি
February 6, 2025
No Comments

সমসাময়িক
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রয় সংক্রান্ত উল্লেখযোগ্য ঘটনাসমূহ
২০২৪ সালে প্রধান বাণিজ্যিক অংশীদাররা (trading partners) নতুন ক্রয় বাজার উন্মুক্ত করার চেয়ে তাদের অভ্যন্তরীণ ক্রয় স্বার্থ রক্ষার দিকে বেশি
February 6, 2025
No Comments

ENGLISH Context
Supply Chain VS Procurement
Supply Chain Management (SCM) and Procurement are two closely related but distinct functions in business operations. While procurement focuses on
February 3, 2025
No Comments

সমসাময়িক
ট্রাম্পের শুল্ক আরোপ: সরকারি ক্রয় এবং বিশ্ব বানিজ্য
শুল্ক আরোপ (Tariff Imposition) এবং সরকারি ক্রয় (Public Procurement) অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা একে অপরকে সরাসরি প্রভাবিত করে। শুল্ক
February 3, 2025
No Comments